গ্রামের ব্যবসা


 সমাজের মুরুব্বিরা সব সময় সমাজের তরুণ তরুণীদের বলে বলে নিজ পায়ে দাঁড়াও। কিছু কিছু তরুণ তরুণী নিজ পায়ে কীভাবে দাঁড়াবে সেটি বুঝে উঠতে পারেনা। এবং তারা কী কাজ করলে সহজে সফল হতে পারে তা খুজে পায় না। এই ভাবে তারা চিন্তা করতে করতে দিনের পর দিন পারি দেয় তবুও চিন্তার অবসান হয় না। সবার মনে ইচ্ছেও থাকে কিছু একটা করে নিজ পায়ে ধারানোর। কিন্তু কিছু তরুণের ইচ্ছে থাকা সত্যেও হয়ে উঠে না নিজ পায়ে ধারানো।শুধু কী কাজ করলে সফল হবে সেই সব চিন্তার কারনে   আজকে আমার এই লেখা তাদের জন্য যারা গ্রাম গঞ্জে থাকে আজকে তাদের গ্রাম গঞ্জে   দ্রুত সফল হওয়ার কিছু ব্যবসা সম্পর্কে বলবো। এখান থেকে ব্যবসার আইডিয়া নিয়ে কাজে নেমে পড়ুন।

গরুর খামার

বর্তমান সময়ে সবচেয়ে  লাভজনক ও জনপ্রিয়  ব্যবসা গরুর খামার দেওয়া। গরুর খামার করে সহজেই যে কেউ সফল হতে পারে। গ্রাম গঞ্জে এমনও লোক পাওয়া যাবে যারা গরুর খামার করে জিরো থেকে হিরো।তাই গরুর খামার করে আপনিও মাসে প্রচুর টাকা আয় করতে পারেন।আপনি যদি  প্রথম খুব কম মুল ধনে গরুর খামার দিতে চান তাও পারবেন বেশি টাকা ইনভেস্ট করে বড় খামার ও দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে।গরুর খামার দুই ধরনের হয়ে থাকে তার মধ্যে ১:ডেইলি খামার ২:গরু মোটাতাজা করন তো চলুন জেনে নেই বিস্তারিত

১:ডেইলি খামার

ডেইলি খামার হলো যে খামার শুধু দুধ উৎপাদনের জন্য খামার করে থাকে তাকে বলে ডেইলি খামার। ডেইলি খামার করেও আপনি সফল হতে পারেন ডেইলি খামার করতে হলে আপনার আপনার খামারের জন্য  বাস স্থান ঠিক করে  বাজার থেকে উন্নত জাতের গাভী কিনে আনবেন যে সব জাতের গাভী প্রতিদিন ১০ থেকে ১৭ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। প্রথমত এক বা দুইটি গাভি দিয়ে শুরু করতে পারেন। কেমন লাভ? প্রায় লোকের মনে প্রশ্ন আসতে পারে গাভী পালন করে কেমন লাভ? গাভী পালন করা লাভ জনক ব্যবসার মধ্যে অন্যতম একটা। ধরেন আপনি আপনি একটি গাভী পালন করেন গাভিটি একটি বাচ্চা দিলো দুধ দেয় প্রতিদিন  ১৫ লিটার। এখন আপনার গাভির দেওয়া বাচ্চাটি ও ১৫ লিটার দুধ প্রায়  সব আপনার লাভ! দুধ বর্তমান বাজারে ৫০ টাকা লিটার আপনি গাভি বাচ্চা বড় করে বিক্রি করতে পারবেন অনেক টাকা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে গাভীকে   খাওয়ানো গাভির একদিনের দেওয়া দুধ বিক্রি করা টাকায় গাভি অনেক দিন খেতে পারবে এই নিয়ে চিন্তা করতে হবে না তাই আমি মনে করি সম্পূর্ণ আপনার লাভে থেকে রয়ে যাবে।

গরু মোটাতাজা করন

লাভ জনক ব্যবসার মধ্যে এটিও একটি অন্যতম জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসাটি করেও একজন মানুষ জিরো থেকে হিরো হতে পারেন অতি সহজে। গরু মোটাতাজা করে একমাত্র  মাংসের উদ্দেশ্যে।গরুর মাংস আমাদের দেহের জন্য পুষ্টি সরবরাহ করে থাকে এছাড়াও   আমাদের বাজার গুলোতে রয়েছে গরুর মাংসের প্রচুর চাহিদা তাই আপনিও গরু মোটাতাজা করে  সফল হতে পার অতি দ্রুত গরু মোটাতাজা করনের ব্যবসা করতে চাইলে প্রথেম আপনাকে বাজার থেকে উন্নত জাতের রোগ মুক্ত  ষাঁড়  বাছুর ক্রয় করে আনতে হবে। বাসায় এনে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে। সেই সব ষাঁড় বাছুরের জন্য পুষ্টি কর খাবার সরবরাহ করতে হবে যেনো তাদের দৃহ দ্রুত বৃদ্ধি পেতে খাবার গুলো সাহায্য করে। গরু গুলো বিক্রির উপযোগী হলে একেকটা গরু বিক্রি করতে পারবেন লক্ষ্য টাকার  উপরে করে। তাই আমি মনে করি আপনি যদি দ্রুত সফল হতে চান তাহলে এই ব্যবসাটা বেছে নেওয়া আপনার জন্য উত্তম। 

মাছ চাষ করা

মাছে ভাতে বাঙালি মাছ আমাদের অতি প্রিয় খাদ্য যে খাদ্য আমাদের খাবারের তালিকায় প্রতিদিন থেকে থাকে। মাছ আমাদের দেহে পুষ্টি সরবরাহ করে থাকে। আমাদের দেশে প্রতিটি অঞ্চলে মাছের   রয়েছে  প্রচুর চাহিদা তাই আপনি মাছ চাষ করেও সফল হতে পারেন মাছ চাষ করার জন্য প্রথমে একটি পুকুর কেটে পুকুর জীবাণু মুক্ত করে বিভিন্ন ফ্রিশারি থেকে মাছের বাচ্চা এনে ফিড খাওয়ালেই হবে মাছের ফিড যে কোনো অঞ্চলে পাওয়া যায়। কী মাছ চাষ করবো? মনোফিট তেলাপিয়া, পাঙ্গাস, রুই, সরপুঁটি,  কাতল, গাসকার্প, মিনারকার্প, সিলভার কার্প, শিং, মাগুর, চিংড়ি ইত্যাদি যে কোনো মাছ চাষ করে সফল হতে পারেন অতি দ্রুত  ।                                                                           

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়