এলইডি লাইট তৈরি


পূর্বেে শুধু শহর অঞ্চল গুলোতে বিদ্যুৎতের আলো থাকতো যার কারনে গ্রাম অঞ্চল গুলো তেমন উন্নত ছিলো না বুতুরে অঞ্চল বলা হতো বিদুৎ না থাকায় অনেক কাজ করতে পারতো না গ্রামিন লোক জন এখন পূর্বের ইতিহাস পাল্টে  বিদ্যুৎতের আলোয় আলোকিত আজ শহর 
থেকে গ্রাম পর্যন্ত।পৃথিবীতে বিদ্যুৎ এখন আর দোয়াত হারিকেনের ব্যবহার দেখা যায় না। পৃথিবীর সবখানে বিদ্যুৎ আসায় উঠে গেছে প্রাচীণ বাতি জ্বালানোর পদ্ধতি। এখন গ্রাম থেকে শহর পর্যন্ত যে দিকে তাকাবেন সে দিকেই রয়েছে বিদ্যুৎতের ব্যবহার। বিদ্যুৎ আসায় বেড়ে শিল্প কারখানার মালিকদের আয়ের নানা সুযোগ। মানুষের চাহিদা দিন দিন বাড়ছে  এই সুযোগে আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে আজকের টিউটোরিয়াল আপনার জন্য। এই সময়ের সেরা ব্যবসা হচ্ছে এলইডি লাইট তৈরির কারখানা দেওয়া। এলইডি  লাইট আমরা কম বেশি সবাই বাড়িতে ব্যবহার করি। প্রতিটি বাড়িতে এলইডি বাতি দেখতে পারবেন। এলইডি লাইটেেের বাজার মূল ও চাহিদা দুটিই ভালো তাই এলএডি লাইট তৈরির কারখানা করে সহজে সফল হওয়া সম্ভব ।যে পণ্যের চাহিদা বেশি থাকে সেই পণ্য নিয়ে উৎপাদন করে তেমন সফল হওয়া যায় না। এলইডি লাইটের প্রচুর চাহিদা রয়েছে বাজারে এবং বিদ্যুৎ যত দিন থাকবে আশা করি এলইডি লাইটের চাহিদাও তত দিন থাকবে ।তাই দিয়ে ফেলুন স্থায়ীভাবে এলইডি লাইট তৈরির  কারখানা। ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে?এলইডি লাইট তৈরির কারখানা দিতে তেমন খরচ পরে না। আপনা আর্থিক যা সামর্থ আছে তা দিয়েই শুরু করতে পারেন এলইডি লাইট তৈরির ব্যবসা। আর যদি ছোট পরিসরে এই ব্যবসা প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে ২০বা২৫ হাজার টাকা ইনভেস্ট করেই  শুরু করতে পারবেন এলইডি লাইটতৈরির ব্যবসা। কী কী যন্ত্রপাতি লাগে? এলইডি লাইট তৈরি করতে বেশি যন্ত্রের প্রয়োজন পড়ে না। এলইডি লাইট তৈরি  করার জন্য আপনার প্রয়োজন হবে সোল্ডারিং আয়রন, স্কু,মাল্টি মিটার,কাটিং প্লাস, প্লাস ইত্যাদি  এবং এলইডি লাইট তৈরির কাঁচামাল আর কিছু প্রয়োজন নেই এই সব আপনি বড় ইলেকট্রনিক্স এর দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়