এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়


 
প্রায় লোক অনলাইন থেকে ঘরে বসে আয়ের নানা পথ  খুঁজে বেড়াই সমাজের বড় ভাইদের প্রশ্ন করে ভাইয়া অনলাইনে আয় করবো কীভাবে বা সেরা মাধ্যম কোনটি❓আমি বলবো তাদের উদ্দেশ্যে ঘরে বসে অনলাইনে  আয়ের সেরা  মাধ্যম এ্যাফিলিয়েট মার্কেটিং। চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি যে কেউ এ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমানের আর্নিং করতে পারেন। তাই আপনার যদি ঘরে  বসে অনলাইন থেকে আয় করার আগ্রহ থাকে তাহলে এখনি শুরু করে দিন এ্যাফিলিয়েট মার্কেটিং। 

এ্যাফিলিয়েট মার্কেটিং কী?

 সবার মনে থাকা একটি কমন প্রশ্ন ভাইয়া এ্যাফিলিয়েট মার্কেটিং কী❓ এখন জেনে নিন আপনার মনে থাকা প্রশ্নের উত্তর ধরেন আপনি কাউকপ নিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তারকে আপনার সমস্যার কথা বলার পর ডাক্তার সাহেব কিছু ঔষধ লেখে আপনাকে একটি নির্দিষ্ট একটি ফার্মাসিতে পাঠালেন সেই ফার্মাসি থেকে আপনি গিয়ে ঔষধ কিনলেন। আপনি কী বুঝেছিলেন অন্য কোনো দোকান থাকতে কেনো আপনাকে ডাক্তার ঐ দোকানে পাঠালেন? কারন ডাক্তার ঐ ফার্মাসিতে একটি চুক্তি করে ছিলেন যে ডাক্তার যদি সেখানে কোনো রোগি পাঠায় তাহলে ঐ ফার্মাসি থেকে ডাক্তার একটা কমিশন পাবে এটাই এ্যাফিলিয়েট। ডাক্তারের মত এ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনাকে যে কোনো একটা  কোম্পানির সাথে চুক্তি করে নিতে হবে। 

চুক্তি করবো কাদের সাথে?

অনলাইনে এ্যাফিলিয়েটের সুযোগ দেয় এমন ই-কমার্স প্রতিষ্ঠানে আপনি একটি একাউন্ট খুলে করতে পারেন এ্যাফিলিয়েট মার্কেটিং। এ্যাফিলিয়েট করতে পারবেন এমন কিছু  জনপ্রিয়  সাইট হলো এ্যামাজন,আলিবাবা,ইবাই ইত্যাদি এছাড়াও আরো সাইট পাওয়া যায় যেই সাইটে আপনি আপনার একাউন্ট খুলে এ্যাফিলিয়েট করতে পারেন। 

কীভাবে কাজ করবো টাকা কীভাবে পাবো?

এ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে প্রথমে আপনাকে এ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে হবে। আমি যে সাইটে কাজ করি সেটি হলো এ্যামাজন ধরেন এ্যামাজনে গিয়ে সকল ইনফরমেশন দিয়ে একটি এ্যাফিলিয়েট একাউন্ট খুললেন খুলার
পর আপনার যে পণ্য পছন্দ সেই পণ্য নিয়ে এ্যাফিলিয়েট করার জন্য একটি লিংক দিবে সেই লিংক থেকে যেই পণ্য কিনবে আপনি সেই পণ্যের একটি কমিশন ব্যাংকে চলে আসবে। আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চাইলে আপনাকে একটি পিওনার বা পেপাল একাউন্ট থাকতে হবে সেই একাউন্টটি আপনি সেই প্রতিষ্ঠানেে যুক্ত করে দিলে আপনার ব্যাংক একাউন্টে ডলার সাথে সাথে চলে আসবে তার পর সেই ব্যাংক থেকে বাংলাদেশেের ব্যাংক একাউন্টে নিয়ে আসবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনার পরিষ্কার হয়েছে তাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।                                   

                   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app