জুতা তৈরির ব্যবসা সাফল্য আসবে শতভাগ


জুতা আবিস্কার  রবীন্দ্রনাথের রচনাটি নিশ্চয় পড়েছে জুতা আবিস্কার না হলে আমাদের কেমন হতো মাসজিদে  মন্দিরে যেতে হতো জুতা ছাড়া মলিন পায় অজু করতে পারতাম না এখন জুতা আবিস্কার হয়ে আমাদের মানব জাতির অনেক উপকার হয়েছে অজু করে  জুতা পায় দিয়ে মাসজিদের দুর পর্যন্ত  যাওয়া  যায় কোনো ময়লা পায় ভরে না। কিন্তু মানব জাতির যখন পৃথিবীতে সূচনা শুরু তখন জুতা আবিস্কার হয়নি অনেক পরে জুতা আবিস্কার হয়ে     ্আজকে  আলোচনা করবো জুতা তৈরি 
ব্যবসা নিয়ে। আপনি যদি একজন উদ্দোক্তা হতে চান তাহলে আজকের লেখাটি আপনার জন্য ।আমাদের প্রতিদিনকার ব্যবহৃত পণ্যের মধ্যে জুতা অনতম। আধুনিক সভ্যতার যুগে শহর থেকে অজপাড়া গাঁও পর্যন্ত সবাই করে জুতার ব্যবহার। স্টাইলেেের  যুগে অন্য তম  স্টাইলিশ হচ্ছে জুতা। পূর্ব যুগের মত রাস্তায় আর জুতা ছাড়া লোক শচর অচর দেখা মিলে না। যেথায় জান না কেনো বিয়েতে রাস্তা গাঁটে পার্কে কোথাও জুতা ছাড়া লোক খুজে পাবেন না।এটা একটি ব্যবসা করার সুবর্ন  সুযোগ। এই সুযোগকে কাজে খাটিয়ে আপনি দিতে পারেন একটি জুতার ফ্যাক্টরি। আমাদের দেশ নয় শুধু সারা পৃথিবীতে  ব্যাপি রয়েছে জুতার চাহিদা  জুতার ফ্যাক্টরি দিয়ে ভালো ভাবে বাজার জাত করতে পারলে। শীর্ষ ধনীদের তালিকায় সহজেই উঠতে পারবেন। কোথায় থেকে শুরু করবো?  আপনি যে কোনো শহরে থেকে এই ব্যবসা শুরু করতে পারেন। শহরে প্রচুর লোকের সমাগম হয় তাই আপনার উৎপাদিত জুতা শহর থেকে গ্রাম পর্যন্ত সহজেই বিপণন করতে পারবেন। তাই আমি মনে করি জুতার ফ্যাক্টরি শহরেই দেওয়ায় ভালো। মেশিনের দাম কত? আপনার চাহিদা অনুযায়ী মেশিন কিনতে পারবেন। সেমিঅটো ও অটো দুই ধরনের মেশিনই বাজারে কিনতে পাওয়া যায়। আমি মনে করি দেড় দুই লক্ষ্য টাকা দিয়ে শুরু করা উত্তম। কেমন লাভ হবে? লাভের হিসাব করতে হবে আপনার উৎপাদন বুঝে। আপনি প্রতি মাসে যত উৎপাদন করতে পারেন আপনার তত লাভ হবে। বর্তমান বাজারে রাবারের জুতা ৮০বা১০০টাকা জোড়া আপনি যদি প্রতিদিন ৭০০/১০০০জোড়া জুতা উৎপাদন করতে পারেন তাহলে বুঝেনিন  কত টাকা মাসে লাভ হবে। তাই জুতা তৈরি করা হতে পারে আপনার জন্য সেরা একটি ব্যবসা তো এখনি শুরু করে দিন /    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়