গুগল এ্যাডসেন্স দ্রুত পাওয়ার উপায় ২০২১


 
সবাই আমরা দিনরাত পরিশ্রম করে একটি ওয়েব সাইট রেডি করি গুগুল এ্যাডসেন্সের আশায়। এত পরিশ্রম করে তৈরি করা সাইটে গুগুল এ্যাডসেন্স না পাওয়া পর্যন্ত কারো মনে শান্তি থাকে না।গুগুল এ্যাডসেন্স পেলে ফেলা যায় শান্তির নিশ্বাস। গুগুল এ্যাডসেন্স শুধু ওয়েব সাইট   থাকলেই পাওয়া যায় না। কিছু নিয়ম কানুন মেনে চললে তবেই পাওয়া যায় গুগুল এ্যাডসেন্স। সেই গুগুল এ্যাডসেন্স পাওয়ার জন্য তেমন নিয়ম কানুন বা সঠিক গাইড লাইন প্রায় লোকের জানা থাকে না যার কারনে কিছু মানুষ গুগুল এ্যাডসেন্স পেতে দেরি হওয়ায়। গুগুল এ্যাডসেন্সের আশা ছেড়ে দেয়। আপনাদের যাতে গুগল এ্যাডসেন্সের আশা ছেড়ে দিতে না হয় সেই উদ্দেশ্য আজকের এই লেখা। এবং এই টিউটোরিয়ালেে পেয়ে যাবেন  আপনার মনে থাকা নানা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। আজকের টিউটোরিয়ালেে দেওয়া কিছু টিপস ফলো করলে আশা করি আপনারা অতি দ্রুত একটি ওয়েব সাইটকে গুগল এ্যাডসেন্সে কানেক্ট করতে পারবেন।

ইউনিক আর্টিকেল লেখা

  আপনার ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্সের জন্য যখন আবেদন করবেন তখন অবশ্যই  আপনার ওয়েব সাইট চেক করে নিবেন ইউনিক আর্টিকেল বা পোস্ট আছে কী না। আপনার ওয়েব সাইটে যদি পর্যাপ্ত পরিমানে ইউনিক  পোস্ট বা আর্টিকেল না থাকে তাহলে বলবো আপনার সাইটের জন্য গুগুল এ্যাডসেন্সের জন্য আবেদন না করাই ভালো। গুগল এ্যাডসেন্সের জন্য আবেদন যদি করেও থাকেন তাহলে আপনি গুগুল এ্যাডসেন্সের জন্য যে আবেদন করেছিলেন তা রিজেক্ট করে দিবে এক দুইদিনের ভিতর। আপনার ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্স  পেতে চাইলে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল লেখতে হবে। আপনি যখন আবেদন করবেন তখন গুগুল আপনার ওয়েব সাইট পর্যালোচনা করবে দেখবে পোস্ট গুগুলে ইউনিক আছে কি না। যদি আপনার ওয়েব সাইটে শত ভাগ ইউনিক আর্টিকেল থাকে তাহলে দুই এক দিনের ভিতর আপনার ইমেলে সুখবর এসে যাবে।আপনার সাইটে যদি কপিরাইট যুক্ত আর্টিকেল থাকে তাহলে এখনি কপিরাইট মুক্ত আর্টিকেল দিন না হলে আপনার পরিশ্রম সম্পূর্ণ বিথা যাবে।

কাস্টম ডোমেইন এ্যাড কর

আপনার ওয়েব সাইটে সবচেয়ে দ্রুত গুগুল এ্যাডসেন্স পেতে কাস্টম ডোমেইন সাহায্য করবে। কাস্টম ডোমেইন হলো প্রফেশনাল ডোমেইন। আমরা যেমন সব কিছুতেই ভালো খুজি গুগুলো ঠিক তেমন প্রফেশনাল জিনিসেেের দাম দেয় সবচেয়ে বেশি।উদাহরণ হিসেবে দেখাতে পারি আপনি বাজারে গেলেন সময়টা ছিলো মধু মৌসুমের বাজারে প্রচুর আম উঠছে এক জাগায় আম ৬০টাকা কেজি আরেক দোকানে ১২০ টাকা। ৬০ টাকা কেজি আম একটু পঁচা পঁচা ভাব আর ১২০ কেজির আম টাটকা এখন আপনি কোনটা বেছে নিবেন নিশ্চয়ই পঁচা আম না টাটকা আম বেছে নিবেন।  ঠিক  আপনার মতই গুগুল প্রফেশনাল ওয়েব সাইট ননপ্রফেশনাল ওয়েব সাইটের চেয়ে প্রফেশনাল ওয়েব সাইট সব সময় উপরে রাখে। তাই যদি পারেন একটি কাস্টম ডোমেইন কিনে নিবেন।কাস্টম ডোমেইনেেের মধ্যে সেরা ডোমেইন হচ্ছে। .com,.org,.net,.xyz,.info,.me ইত্যাদি আপনি এই সব ডোমেইন বিভিন্ন কোম্পানির কাছে কম টাকার মধ্যে কিনতে পারবেন।

পেইজ তৈরি কর


আপনার সাইটে গুগুল এ্যাডসেন্স পেতে চাইলে অবশ্যই আপনাকে বেশ কিছু পেইজের প্রতি গুুুরুত্ব  দিতে হবে। গুগুলের নিয়ম অনুুযায়ী আপনার ওয়েব সাইটে কিছু পেইজ তৈরি করতে হবে।  যে  পেইজ গুলো আপনার ওয়েব সাইটে  না থাকলে গুগুল এ্যাডসেন্স আপনাকে দিবে না। পেইজ গুলো হলো About us ,Contact us, privacy policy এই পেইজ  গুলো একটি ওয়েব সাইটে থাকা আবশ্যক এই পেইজ ছাড়া গুগুল এ্যাডসেন্স দেয় না।তাই একটি ওয়েব সাইট গুগুল এ্যাডসেন্সের জন্য আবেদন করার পূর্ববে এই পেইজ গুলো তৈরি করা ভালো তা না হলে আপনি আপনার ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্স পাবেন না তাই গুগুল এ্যাডসেন্সের জন্য আবেদন করার পূর্বে দেখে নিবেন এই সব পেইজ আপার ওয়েব সাইটে আছে কিনা না থাকলে তৈরি করে আবেদন করেন গুগুল এ্যাডসেন্স পেয়ে যাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়