ব্লগিং নিয়ে কিছু প্রশ্নের উত্তর



ব্লগার হওয়ার স্বপ্ন নিয়ে অনেকে ব্লগ সাইট খুলে থাকে আবার কেউ অনলাইনে ঘরে বসে আয়ের উদ্দেশ্যে ব্লগ সাইট খুলে থাকে।  সেটা  যার জন্যই আপনি ব্লগিং করতে ব্লগ সাইট নতুন অবস্থায়  খুলে থাকেন। তবে ব্লগ খুলার পর সঠিক তথ্য না যানার কারনে। আপনি বিপাকে পড়বেন আপনার মনে থাকা প্রশ্নের উত্তর না দিতে পেরে। আমিও ঠিক একই বিপাকে পড়েছিলাম মনে থাকা এই সব প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে তাই আপনাদের যাতে এই সকল প্রশ্নের উত্তর না পেয়ে ব্লগিং থেকে আগ্রহ না হারাতে হয় সে জন্য।  আজকে আপনাদের উদ্দেশ্যে  আমার আজকের এই লেখা। আজকে আশা করি নতুন অবস্থায় কী কী প্রশ্ন উঠে মনে সেই সব প্রশ্নের উত্তর কিছুটা দিতে চেষ্টা  করবো।আজকের পর থেকে আপনারা আবার হাসি খুশি মনে ব্লগিং করতে পারবেন।

ফ্রী ডোমেইনে  কী গুগুল এ্যাডসেন্স দেয়

ব্লগিং করতে গেলে নতুন অবস্থায় শুরুতে যে প্রশ্নটি উঠে মনে।  ভাইয়া ফ্রী ডোমেইনে কী গুগুল এ্যাডসেন্স দেয়❓এই প্রশ্ন নিয়ে প্রথমে আমিও বিপদে পড়ে ছিলাম। আমি বড় ভাইদের কাছে অনেক বার জিজ্ঞেস করেছি ভাইয়া ফ্রী ডোমেইন দিয়ে কী আমার ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্স পাবো? আমি কখনো এই প্রশ্নের উত্তর সঠিক ভাবে পায়নি কোনো ভাই বলছেন ফ্রী ডোমেইন দিয়ে কখনো গুগল এ্যাডসেন্স পাওয়া যায় না। কাস্টম ডোমেইন লাগবে। কিছু কিছু ভাই বলেছে ফ্রী ডোমেইনেেে ও গুগল এ্যাডসেন্স পাওয়া যায়। এখানে কারো কথা বিশ্বাস করার উপায় নেই। পরিশেষে নিজেই বিশ্লেষণ করে বাহির করতে পারলাম ফ্রী ডোমেইনেও গুগল এ্যাডসেন্স দেয়। তাই আপনাদের যাদের ফ্রী ডোমেইন যেমন
 blogspot.comএই সব ফ্রী ডোমেইন দিয়ে যদি ওয়েব খুলা থাকে তাহলে কোনো চিন্তা নেই। আপনি গুগুল এ্যাডসেন্স পাবেন আপনি নিশ্চিন্তে কাজ করতে থাকুন।

গুগুল এ্যাডসেন্স পেতে কয়টা পোস্ট লাগে

  আমি যখন ব্লগিং জগতে নতুন ছিলাম তখন আপনাদের মত সবাইকে একই প্রশ্ন করেছি  ভাইয়া গুগুল এ্যাডসেন্স পেতে আমার ওয়েব সাইটে কতটি পোস্ট থাকতে হবে ?  আপনি যদি কোনো ওয়েব সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে না কপি করে পোস্ট করেন তাহলে আপনার ওয়েব সাইটে ৬০০ থেকে ১০০০ ওয়াডের মধ্যে সম্পূর্ণ ইউনিক ১৫ টি বা ৩০ টি পোস্ট করেই গুগুল এ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে গুগুল এ্যাডসেন্স দুই এক দিনেের ভিতরে পেয়ে যাবেন। এর মধ্যে আরেকটি প্রশ্ন উঠতে পারে সবার মনে তা হলো :কত জন ভিজিটর থাকলে গুগুল এ্যাডসেন্স পাওয়া যায়❓গুগুল এ্যাডসেন্সের জন্য আবেদন করলে গুগুল আপনার ভিজটর দেখবে না  গুগুল দেখবে আপনার ওয়েব সাইটে ইউনিক আর্টিকেল আছে কিনা। তাই ভিজিটর নিয়ে চিন্তা না করে সম্পূর্ন ইউনিক আর্টিকেল লিখে যান এবং নিশ্চিতে   থাকুন আপনি আপনার সাইটে গুগুল এ্যাডসেন্স পাবেন। 


ফ্রী থিমে কী গুগুল এ্যাডসেন্স দেয়

অনেকে একই প্রশ্ন করে ফ্রী থিম আমার ওয়েব সাইটে ব্যবহার করলে কী গুগুল এ্যাডসেন্স পাবো? ভাইয়া আপনি ফ্রী থিম ব্যবহার করে কেন গুগুল এ্যাডসেন্স পাবেন। অনেকে ফ্রী থিম দিয়ে তাদের ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্স পায় আপনিও পাবেন। আপনার পকেটে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে আপনি পেইড থিম ব্যবহার করে পেইড থিমের সুবিধা উপভোগ করতে পারেন। পেইড থিম ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই গুগুলের কাছে থিম কোনো ফ্যাক্ট না। তাই থিম নিয়ে মাথা না গামিয়ে নিশ্চিন্তে  থাকতে পারেন আপনার ওয়েব সাইটে গুগুল এ্যাডসেন্স পাবেন। আশা করি কিছু প্রশ্নের উত্তর ইতি মধ্যে পেয়ে গেছেন। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।                                                                                

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়