গ্রাফিক্স ডিজাইন করে আয়


গ্রাফিক্স ডিজাইন করে আয়

পৃথিবীর সকল প্রাণী একে অন্যের প্রতি নির্ভরশীল। পৃথিবীতে জীবনের তাগিদে সবাই সকল হলে ছুটে যায়। বেলা শেষেে খাবার অন্মেষণ করে ছুটে আসে নিজ গন্তব্যে। প্রতিদিন চলে একই ঘটনা আবার কিছু প্রাণী বেলা শেষে খালি হাতে ভাঙা মনে ফিরে আসতে হয় তার নিড়ে। তবে কী তার রিজিক ছিলো না? হ্যা তার রিজিক ঠিকই ছিলো কিন্তু সে সংগ্রহ করতে পারিনি এটা তার ব্যর্থতা । এই কথা গুলো দিয়ে করার কারন হচ্ছে কিছু মানুষ কাজ করার ইচ্ছে থাকে কিন্তু বেলা শেষে করতে পারে না বা কাজ খুঁজে পায় না।আজকে তাদের জন্য নিয়ে আসছি দারুন একটি কাজ সম্পর্কে যে  কাজ করে ক্যারিয়ার গড়তে পারেন সকল  অজুহাত ছেড়ে।আজকের বিষয় গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন  পৃথিবীর সকল দেশে রয়েছে গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর চাহিদা। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে গ্রাফিক্স সকল জায়গায় ছাপ রেখেছে।সব চেয়ে বড় সুযোগ হলো গ্রাফিক্স ডিজাইনারের কাজ ঘরে বসে করা যায়। যারা ঘরে বসে আয় করার স্বপ্ন দেখেন তারা এবং শিক্ষার্থীরাও এই গ্রাফিক্স ডিজাইনারে নিজ ক্যারিয়ার গঠন করতে পারে গ্রাফিক্সের কাজ পৃথিবীতে এসেছে সব জায়গায় ব্যবহার হচ্ছ ভবিষ্যতেও এই কাজ থাকবে তাই আমি মনে করি গ্রাফিক্স ডিজাইন সবার জন্য আর্নিংয়ের সেরা মাধ্যম। 

গ্রাফিক্স কী?

আমরা হয়তো বই পড়ে থাকি নিশ্চয়ই বইয়ের উপর একটি আর্ট করা ছবি থাকে ঐটাই হচ্ছে গ্রাফিক্স। একটু সরল করে বলতে গেলে বলতে হবে সাদা কাগজের উপরে রং তুলি দিয়ে সাদা খাতাকে ছবি একে রঙিন করাটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স একটি শিল্পকর্ম বা সৃষ্টিশীল কাজ  শিল্পীর মতই রং আর তুলি দিয়ে আকাঁ চমৎকার চমৎকার সব দৃশ্য।কিন্তু বর্তমানে আর শিল্পীর মত রং তুলি হাতে নিয়ে কাগজে আকতে হয় না এখন একই সৃজনশীল কাজ করা হয় কম্পিউটারে। পূর্বের চেয়ে এখন সবচেয়ে সহজ গ্রাফিক্স ডিজাইন 

ছবি আকাঁ ছাড়া অন্য  কাজ নেই?

গ্রাফিক্স ডিজাইনেে শুধু যে আপনাকে প্রাকৃতিক ছবি আকতে হবে তেমন কোনো কথা নয় আপনি গ্রাফিক্স ডিজাইন করে আয় করতে চাইলে বায়ার আপনাকে যে কাজ দিবে সেটিই করতে হবে। তবুও বলে দিচ্ছি গ্রাফিক্সের মাধ্যমে  কী কী কাজ করা যাবে যেমন: বইয়ের কভার, পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লোগো, মনগ্রাম,বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন পেপার ডিজাইন ইত্যাদি। 

কেমন আয় হবে?

 
গ্রাফিক্স ডিজাইন করে মাসে এক লক্ষ্যেের উপরেও কাজ করা যায়। আপনি এই সেক্টরে যত ভালো করতে পারবেন ততই ইনকাম হবে আপনার। আপনার বায়ারের মন যদি গ্রাফিক্স ডিজাইন দিয়ে জয় করতে পারেন তাহলে আপনার মাসে দ্বিগুন আয় করতে পারবেন।আমাদের দেশে এক বছর পর পরা শুরু হয় অমর একুশে বই মেলা  চলে মাস ব্যাপি। প্রাকাশ হয় নানা বই সেখানেও আপনি প্রচ্ছেদ আর্ট করে আয় করতে  পারবেন। প্রতি একটি ভালো  প্রচ্ছদে আর্ট করে ৪হাজার থেকে শুরু করে ৭হাজার টাকা পাওয়া যায়। গ্রাহক পাবো কোথায়? প্রথম বেশি গ্রাহক পাওয়া টা একটু জটিল তবে আপনি যদি ভালো কাজ পারেন তাহলে অল্প দিনে পরিচিত হয়ে জাবেন। এছাড়াও দোকান দিয়ে নিতে পারেন। বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন ভালো পরিমাণে পৃথিবীর সকল দেশের কাস্টমার পাবেন। আরেকটি কাজ আপনাকে করে রাখতে হবে। বই মেলা শুরু হওয়ার ছয় মাস পূর্বেে প্রকাশকদের সাথে যোগাযোগ করে চুক্তি করে নিবেন তাহলেই আপনার সাথে যে কোনো বইয়ের কাভারের কাজ আসলেই আপনাকে জানাবে। 

গ্রাফিক্সের ভবিষ্যত সম্ভাবনা কেমন ?

পৃথিবীর সকল দেশে রয়েছে গ্রাফিক্সের প্রচুর চাহিদা। বড় বড় বাড়িতে বই খাতা কোম্পানির বিজ্ঞাপন পোস্টার সকল কাজেই আছে গ্রাফিক্স। কোম্পানি তার প্রসারের জন্য করে নানা ডিজাইন লোগো নানা কাজে ব্যবহার হয় গ্রাফিক্স এক কথায় বলতে গেলে এই পৃথিবী যত দিন বাঁচবে তত দিনই ররে গ্রাফিক্স ডিজাইনারের  কাজ। তাই গ্রাফিক্স ডিজাইন যে কেউ নিশ্চিন্তে ক্যারিয়ার হিসাবে গ্রহন করতে পারে।          


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়