ব্যবসায়িক আইডিয়া


 গ্রাম গঞ্জে বা ছোট ছোট শহর গুলোতে একেক সময় থাকে একেক পণ্যের চাহিদা,যে সব পণ্যের চাহিদা মেটানোর জন্য বড় বড় শহরে যেতে হয়। সেই সব পণ্য যদি তাদের গ্রাম গঞ্জে পাওয়া যেতো তারা শহর গুলোতে কম যেতো। আজকে আপনাদের সামনে এমন কিছু পণ্য  তুলে ধরবো যে সকল পণ্যের জন্য শহরে তাদের বাধ্য হয়ে যেতে হয়। আপনি যদি এই সব পণ্যের ব্যবসা  করে গ্রাম গঞ্জে যে কেউ সফল হতে পারেন।

মুদি দোকান

আমাদের খাবারের একটা অংশ প্রায় মুদি দোকান থেকে আনতে হয়। যেসব পণ্য আমাদের বাধ্যতা মূলক কারণেে বাড়িতে একটি মুদি দোকান থেকে নিয়ে আসি যেমন লবণ তেল ময়দা চিনি ইত্যাদি এই সব পণ্য আমাদের সবার বাড়িতে প্রতিদিন ব্যবহার হয়ে থাকে ।আপনি যদি মুদি দোকানে কোনো প্রয়োজনে গিয়ে থাকেন তাহলে বুঝবেন একটি মুদি দোকানে কেমন মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করতে আসে। সকাল থেকে রাত দশটা পর্যন্ত একনাগারে চলে মুদি দোকানে বেচা তাই আপনার বাড়ির পাশে যেখানে জন সমাবেশ হবে সেখানে একটি মুদি দোকান দিতে পারেন  সফল হবেন ১০০%।

ফ্যাশন হাউজ

আমাদের ব্যবহৃত পণ্যের মধ্যে বস্ত্র অনতম। প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলো অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের জন্য বস্ত্র পরিধান করা বাধ্যতা মূলক ও বস্ত্র পরিধান করা  গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজ সকল মানুষকে পালন করতে হয়।প্রাচীণ কালে কোনো বস্ত্রের ব্যবস্থা ছিলো না তবুও তারা এই গুরুত্বপূর্ণ কাজটি করতো প্রাচীণ কালের মানুষ কাপড় হিসেবে গাছের ছাল পাতা পশুর চামড়া ব্যবহার করতো। এখন বর্তমানে কাপড় আছে তাই কাপড় আমরা সকলে পড়ে থাকি আর এই সব কাপড়ের জন্য যেতে হয় বড় বড় শহরে। এই সুযোগেে আপনি একটি ফ্যাশন হাউজ দিয়ে সফল হতে পারেন । এই ব্যবসাটি বর্তমানেে সেরা একটি ব্যবসা।  তাই দিয়ে ফেলুন আপনার পছন্দের জায়গায় ফ্যাশন হাউজ নিশ্চিন্তে বিক্রি হবে শত ভাগ ।

কৃষিতে ব্যবহৃত যন্ত্রের খুচরা যন্ত্রাংশ




বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে অধিকাংশ লোকই কৃষির উপর নির্ভরশীল। বর্তমানে আধুনিক যুগে কৃষিও এখন আধুনিক পূর্বের তুলনায় কৃষি এখন শতভাগ সহজ হয়ে গেছে। পূর্বের মত এখন আর মাঠে গরু দিয়ে জমি চাষ করতে দেখা যায় না এখন পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে অধিক জমি চাষ করে। পানি সেচ সহ  কৃষির সকল কাজ করা হয় আধুনিক যন্ত্র পাতি দিয়ে যে সকল যন্ত্রপাতিসর খুচরা যন্ত্রাংশ গ্রাম গঞ্জে পাওয়া যায় না কৃষকদের তাদের কাজ ফেলে মূল্যবান সময় দিতে হয় খুচরা যন্ত্রাংশেেের  জন্য শহরে যেতে।  কৃষির  সকল খুচরা যন্ত্রাংশ যদি গ্রাম গঞ্জে পাওয়া যেতো তাহলে কৃষক আর তাদের কাজ ফেলে শহরে যেতো না                                 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়