ক্লিপিংপাথ কাজ Clipping path

 ক্লিপিংপাথ কাজ করে আয়? পৃথিবীতে রয়েছে নানা ধরনের শতশত কাজ যে কাজ গুলো হিসেব করে শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে পৃথিবীতে কাজের অবাব নেই শুধু কাজ সম্পর্কে ধারনা ও করার কৌশল জানা থাকলে কোনো বাঁধা ধরা চাকরি ছাড়াই মাসে আয় করা যায় হাজার হাজার টাকা।আজকে দেখিয়ে দিবো তেমন একটি কাজ যে কাজ করে সহজেই আয় করতে পারবেন। পৃথিবীর শত কাজের মধ্যে ক্লিপিংপাথও হচ্ছে তেমন একটি কাজ যে কাজ করে আপনি সহজেই আয় করতে পারবেন।অনেকে জিজ্ঞাসা  করে ভাইয়া আমি বেকার ঘরে বসে থাকি  বসে থাকি তেমন কোনো কাজ পারি না কিন্তু কম্পিউটার  দিয়ে  আর্নিং করার খুব ইচ্ছে আছে তাহলে আমি আপনার জন্য বলবো ক্লিপিংপাথেেের কাজ করেন ক্লিপিংপাথ কাজ নতুন অবস্থায় শিখতে বেশি টাইম লাগবে না। কাজটি শিখে বিভিন্ন মার্কেট প্লেসে যুক্ত হয়ে যান। আর যারা অলরেডি বিভিন্ন মার্কেট প্লেসে যুক্ত হয়ে আছেন কাজ না পারার জন্য এগিয়ে যেতে পারছেন না তারাও অতি দ্রুত কাজ পাবেন ক্লিপিংপাথের কাজ করলে। কিছু লোক ফ্রিল্যফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে প্রথমে ফেইজবুক মার্কেটিং য়ের কাজ করতে বলবে তবে ফেইজবুক মার্কেটিংয়ের চেয়ে আমি মনে করি ক্লিপিংপাথ অতি সহজ বিভিন্ন মার্কেট প্লেসে এই ক্লিপিংপাথ কাজও পাওয়া যায় অনেকে এই কাজ করে থাকে। তো ক্লিপিংপাথ কী না জানলে জেনে নিন ক্লিপিংপাথ কী                                    

ক্লিপিংপাথ কী

 
সবার আগে আপনাকে জানতে হবে ক্লিপিংপাথ কী তো চলুন যেনে নেই এই ক্লিপিংপাথটি কী। ধরেন আপনার একটি ছবি আছে সেই ছবিটি একটি কম্পিউটারেেের দোকানে গিয়ে আপনার ছবির পিছনের অংশ ছেটে ফেলে নীল বা অন্য রং করিয়ে আনলেন।এই কম্পিউটারের দোকানদার আপনাকে আপনার ছবির পিছনের অংশ কেটে দিলো এটাই হচ্ছে ক্লিপিংপাথ। 

কত টাকা আয় করা সম্ভব?

 
আমাদের দেশে ক্লিপিংপাথের কাজ করে তেমন আয় করা সম্ভব নয় তবে আপনার যদি কোনো কম্পিউটাররের দোকান থাকে আর যদি বেশি কাস্টমার আসে তাহলে ক্লিপিংপাথ কাজ করে আয় সম্ভব ।আর আপনার যদি কোনো কম্পিউটারের দোকান না থাকে তাহলে      আপনি যদি কোনো বিদেশি কাস্টমারের এমন কাজ করে দিতে পারেন তবে আপনাকে একটি ছবির জন্য 5$ ডলার দিবে তাহলে বুঝেন আপনি যদি দিনে ১০ টি কাজ করে দিতে পারেন তাহলে কত টাকা হয়।

সবি বুঝলাম বিদেশি কাস্টমার পাবো কই?

মনে রাখবেন ডিজিটাল যুগে আপনি যদি কোনো কাজ পারেন  তাহলে কাজ আপনাকে খুঁজেে বের করতে হবে না। যে কাজ করাবে সেই আপনাকে খুজে বেড়াবে। তবে এর মধ্যে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আপনার কাস্টমার যাতে আপনাকে বিদেশে বসে সহজে খুঁজেে পায়। তার জন্য আপনাকে বিভিন্ন মার্কেটপ্লেসে যুক্ত হতে হবে। বিশ্ব ব্যাপি জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হলো ফিল্যান্সার, আপওয়ার্ক, ফাইভার, ওডেক্স ইত্যাদি  এই সব মার্কেট প্লেসে বিদেশি লোকেরা কোম্পানিরা কাজ দেয় এবং করে দেয় এখানে বাংলাদেশ সহ  সব দেশের লোক কাজ করে এবং কাজ দেয়। উপরের ছবিটা প্রমাণ হিসেবে  নিয়েছি আমি  ফাইভার থেকে।     ফাইভারেই শুধু ক্লিপিংপাথ কাজ করে এমন লোক  2063  জন  । একটা ছবির ক্লিপিং পাথের কাজ করালে ৫$ দিতে হয় তাই এটা করা আপনার জন্য বড় সুযোগ।   
     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির সেরা কিছু app

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download

এ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়