HTML,CSS,PHP ইত্যাদি কোড বিক্রি


TML,CSS,PHP ইত্যাদি  কোড বিক্রি করে আয় শিরোনাম শুনেই হয়তো অনকে বুঝে নিয়েছেন আজকের বিষয় সম্পর্কে।আপনারা যারা কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা জানেন তেমন লোকের রয়েছে প্রচুর চাহিদা বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে চাকরি পাওয়া যায়।এদের কোনো কোম্পানির চাকরি খুজতে হয় না কোম্পানিই ভালো প্রোগ্রামাাারদের খুজে চাকরি দিয়ে থাকে।এ ছাড়াও আপনি যদি একবারে নতুন তেমন কোনো চাকরি এখনো পাননি বা আপনি প্রোগ্রামাাার হিসেবে তেমন পরিচিত না তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে কম্পিউটার প্রোগ্রামারের কাজের চাহিদা । মানুষ বিভিন্ন মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনার খুঁজে সেই ওয়েব ডিজাইন ও করতে হলে আপনাকে কোডিং জানতে হবে না হলে ডিজাইন পারবেন না। ডিজাইন না পারার কারনে অধিকাংশ লোক অন্য কম্পিউটার প্রোগ্রামার দের দিয়ে এই কাজটি করিয়ে থাকে। তাছাড়াও আপনি যদি ভালো কম্পিউটার প্রোগ্রামিং পারেন তাহলে আপনি আপনার করা প্রজেক্ট বিক্রি করে আয় করতে পারেন  । আমাদের নানা কাজে ব্যবহার হয় কম্পিউটার প্রোগ্রামিং যেমন কোনো-কম্পিউটার ডিভাইস পরিচালনার জন্য, প্রয়োজন পড়ে কিছু,দিকনির্দেশনা আর এই নির্দেশনা দেওয়া হয় মেশিন ভাষা দিয়ে।আমরা যেমন বাংলা ইংরেজি বললে বুঝতে পারি। কম্পিউটার ওঠিক তেমন তাদের ভাষা বললে তারা বুঝতে পারে এখন কী করতে হবে। এই মেশিন ভাষা বা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা অনেক গুলো আছে ও নতুন নতুন ভাষা প্রতিনিয়তই    তৈরি হচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মধ্যে অনতম হচ্ছে:C,C++,C#,HTML,JAVA,PHP,
CSS,Pyton ইত্যাদি।এই সব জারা জানেন তাদের বলা হয় কম্পিউটার প্রোগ্রামার। কীভাবে কাজ করবো? অনলাইনের অগ্রগতির জন্য দিন দিন বাড়ছে প্রোগ্রামাদের চাহিদা।মানুষ কম্পিউটার প্রোগ্রামারদের দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছে প্রতিনিয়ত এছাড়াও ডিজিটাল যুগে প্রায় সব কিছু অনলাইন নির্ভর তাই অনলাইনে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন পরে কম্পিউটার প্রোগ্রামিংয়ের   দক্ষ লোক আপনি যদি দক্ষ থাকেন কাজ পাবেন ১০০% এছাড়াও বড় বড়   মার্কেটপ্লেসেও এই রকম কাজ পাওয়া যায়। এছাড়া রয়েছে প্রোগ্রামিং কোড বিক্রির জন্য সাইট। আপনি যদি একটি সবার চেয়ে একটু ভালো কোডিং করতে পারেন তাহলে সেই কোড বিক্রি করে মাসে আয় করতে পারেন লাক্ষ টাকা। 

কীভাবে? অনলাইনে আপনার করা কোড বিক্রি করার অনতম সাইট কোডক্যানিয়ন  এখানে আপনি অনেক ক্রেতা ও বিক্রেতা পাবেন। কোডিং বিক্রি ও ক্রয় করার জন্য  সবাই এখানে জয়েন হয় এবং প্রচুর বেচাকিনা হয়ে থাকে এই সাইটে।১০০%টাকা আপনার ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন। 
কীভাবে জয়েন হবো?
অনেকে ঠিক মত বুঝে উঠে না কীভাবে জয়েন হবে তাই মনে থেকে প্রশ্ন করে বসে ভাইয়া কীভাবে জয়েন হবো কোডক্যানিয়নে  
 জয়েন হওয়ার জন্য  সাইটে ডুকে আপনার যে সকল ইনফরমেশন চাই তা দিয়ে জয়েন হয়ে আপনার কোডিং নির্দিষ্ট নিয়মে পোস্ট করুন। ক্রেতার ভালো লাগলে অবশ্যই অবশ্যই ওয়াডার পরবে ইনশাআল্লাহ। আপনার বিক্রি করা কোডের টাকা আপনার হাতে পাওয়ার জন্য পিওনার বা পেপাল একাউন্ট দিয়ে ভেরিফাই করে নিবেন যাতে আপনি সহজে আপনার টাকা হাতে পেয়ে জান         
    
   
                       

   
                       


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোডিং ছাড়া এন্ড্রয়েড app তৈরি করার নিয়ম

গ্রামের ব্যবসা

ইংরেজি শিখার সহজ উপায় দুটি বই pdf free Download