গুগুল এ্যাডসেন্সের বিকল্প আয়

গুগুল এ্যাডসেন্সের বিকল্প আয়

 অনলাইনে আর্নিং করার জন্য প্রায় ওয়েব সাইট তৈরি করা হয় আর অনলাইনে ওয়েব থেকে আয় করার অন্যতম ও সহজ উপায়  গুগুল এ্যাডসেন্স। গুগুল এ্যাডসেন্স একটি গুগুলের বিজ্ঞাপন সার্ভিস।তারা বিজ্ঞাপন বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করে এবং প্রকাশকদের সেই বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপন দেখিয়ে মুলত প্রকাশকরা আয় করে থাকে। গুগুগ এ্যাডসেন্স পেতে প্রকাশকদের অনেক কিছু সমস্যায় পড়তে। গুগুল এ্যাডসেন্স পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়ম গুলো না মেনে চলার কারনে। গুগুল এ্যাসেন্স পেতে পায় না বার বার গুগুল রিজেক্ট করে দেয় তার ফলে প্রকাশকরা হতাশ হয়ে পরে। অবশেষে কিছু প্রকাশক ওয়েব সাইট থেকে আর্নিংয়ের চিন্তা ছেড়ে দেয় আজকে তাদের জন্য আজকের এই লেখা ।আজকের এই লেখাটি পড়ে জানতে পারবেন  গুগুল  এ্যাডসেন্স না পেয়েও কীভাবে আপনার ওয়েব থেকে ইনকাম করবেন ।

মিডিয়া নেট

মিডিয়া নেট গুগুল এ্যাডসেন্সের বিকল্প হিসেবে মিডিয়া নেট সেরা।কিন্তু  প্রায় লোক প্রথমে গুগল এ্যাডসেন্সের প্রতি ঝুকে। প্রায় লোকই গুগুল এ্যাডসেন্স থেকে আর্নিং করতে চায়। গুগুল এ্যাডসেন্সের মতই আর্নিং করা যায় মিডিয়া নেটে।  তাই যারা গুগুল এ্যাডসেন্স পাচ্ছেন না। তারা গুগুল এ্যাডসেন্সের বিকল্প হিসেবে মিডিয়া নেট ব্যবহার করতে পারেন।  এরা প্রকাশকদের ১০০%টাকা দিয়ে থাকে 

ইনফোলিংক

গুগল এ্যাডসেন্সের বিকল্প হিসেবে ইনফোলিংকও সেরা একটি বিজ্ঞাপন দাতা। প্রচুর লোক গুগুল এ্যাডসেন্স না পেলে ইনফোলিংক ব্যবহার করে আয় করতেছে তারা প্রকাশকদের ১০০% টাকা দিয়ে থাকে তাই গুগুল এ্যাডসেন্স না পেলে অযথা গুগুল এ্যাডসেন্সের পিছনে না গুরে  ইনফোলিংক ব্যবহার  করতে পারেন।                     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কোডিং ছাড়া এন্ড্রয়েড app তৈরি করার নিয়ম

এ্যাডে ক্লিক করে আয়

সেরা ছবি এডিটিং সফটওয়্যার